28 C
আবহাওয়া
৯:৩৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৩, ২০২৩
Bnanews24.com
Home » রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে আজ কোথায় কী?

বিএনএ, ডেস্ক: রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। শনিবার (৯ সেপ্টেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। আজ রাজধানীতে বেশ কিছু কর্মসূচি রয়েছে।

তথ্যমন্ত্রীর কর্মসূচি
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিকেল ৩টায় মোহাম্মদপুর টাউন হলে এ শান্তি সমাবেশ শুরু হবে।

সেতুমন্ত্রীর কর্মসূচি
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিকেল ৩টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পলকের কর্মসূচি
জিরো_ডিজিটাল_ডিভাইড শীর্ষক এক গ্লোবাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করেছে এটুআই। বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হবে। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং জাতিসংঘের সহকারী মহাসচিব, ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কান্নি উইগনারাজা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

শ্রমিক লীগের কর্মসূচি
মানববন্ধনের আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগ। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবউল আলম হানিফ এমপি।

আরও পড়ুন: মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৬

মেয়র আতিকের কর্মসূচি
‘প্রোমোটিং গ্রিনারি ফর সাসটেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। বেলা সাড়ে ১১টায় দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ অডিটোরিয়ামে এ কর্মসূচি শুরু হবে।

ড. ইউনূস ইস্যুতে মানববন্ধন
ড. ইউনূসের বিচার স্থগিত চেয়ে স্বাধীন বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করবে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী ও স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মো. শাহজাহান আলম সাজু।

স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি
খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলরদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। আগারগাঁওয়ে বেলা ১১টায় এ অনুষ্ঠান শুরু হবে।

বিএনপির কর্মসূচি
‘১-দফা’ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণমিছিল করবে বিএনপি। দুপুর আড়াইটা থেকে এ কর্মসূচি শুরু হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলটি রামপুরা বেটার লাইফ হাসপাতাল সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল- মালিবাগ রেলগেট-মৌচাক- মালিবাগ মোড়-শান্তিনগর- কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস সামনে গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলটি কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার- আরামবাগ- ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় অফিস সামনে গিয়ে শেষ হবে। এরপর সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এলডিপি
বিকেল ৩টায় কাওরান বাজারে এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে থেকে শুরু এলডিপির কর্মসূচি

গণতন্ত্র মঞ্চের কর্মসূচি
বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে দৈনিক বাংলা মোড়ে গণতন্ত্র মঞ্ঝের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

১২ দলীয় জোটের কর্মসূচি
বিকেল ৪টায় বিজয়নগর পানির ট্যাংক সামনে থেকে শুরু করে শান্তিনগর মোড় শেষ হবে ১২ দলীয় জোটের কর্মসূচি।

জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি
বিকেল ৪টায় পুরানা পল্টনে আলরাজী কমপ্লেক্স সামনে থেকে শুরু হবে তাদের কর্মসূচি।

গণফোরাম ও পিপলস পার্টির কর্মসূচি
বিকেল ৪টায় মতিঝিলে নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে শুরু হবে তাদের কর্মসূচি।

গণ অধিকার পরিষদের কর্মসূচি
বিকেল ৪টায় পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় অফিস সামনে থেকে শুরু হবে তাদের কর্মসূচি।

লেবার পার্টির কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু লেবার পার্টির কর্মসূচি।

এনডিএমের কর্মসূচি
দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টনে ফটো সাংবাদিক এসোসিয়েশন মিলনায়তনে এনডিএমের কর্মসূচি রয়েছে।

গণতান্ত্রিক বাম ঐক্যের কর্মসূচি
সকাল ১০টায় সেগুনবাগিচা স্কুলের সামনে থেকে পল্টন মোড়ে গণতান্ত্রিক বাম ঐক্যের কর্মসূচি রয়েছে।

গণস্বাক্ষরতা অভিযানের কর্মসূচি
‘অ্যাডুকেশন ওয়াচ ২০২২’ সমীক্ষা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করবে গণস্বাক্ষরতা অভিযান। বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজার হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন- রাশেদা কে চৌধুরী, ড. কাজী ক্ষলীকুজ্জামান আহমদ, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ।

বিএনএনিউজ/বিএম

Total Viewed and Shared : 1113 


শিরোনাম বিএনএ