28 C
আবহাওয়া
৩:৩১ পূর্বাহ্ণ - আগস্ট ১০, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে আটক

ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে আটক


বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দিনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

এ সময় রিয়াজকে ভারতে পালাতে সহায়তা করার দায়ে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দিন, মিনহাজ উদ্দিনকেও আটক করা হয়।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অংকের টাকা নিয়ে রিয়াজ উদ্দিন ভারতে পালানোর সময় অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই ব্যক্তিরা রিয়াজের কাছ থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করেন। শনিবার দুপুরে এ খবর জানতে পেরে সীমান্ত থেকে ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের জেলেপোতা গ্রামের লোকজন তিন দালালসহ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের বহিস্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে মহেশপুর ৫৮ বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন খবর নিশ্চিত করে বলেন, দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দিনসহ তিন দালালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়াজের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ