30 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - আগস্ট ৯, ২০২৫
Bnanews24.com
Home » সাংবাদিক তুহিন হত্যা, প্রধান আসামি কেটু মিজানসহ গ্রেপ্তার ৪

সাংবাদিক তুহিন হত্যা, প্রধান আসামি কেটু মিজানসহ গ্রেপ্তার ৪


বিএনএ, গাজীপুর :গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রধান আসামি কেটু মিজানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তিনজন এবং রাজধানীর তুরাগ এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে অন্যান্যরা হলেন কেটু মিজানের স্ত্রী গোলাপী, স্বাধীন ও আল আমিন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান।

পুলিশ তথ্য মতে, হত্যাকাণ্ডের ঘটনার কিছুক্ষণ পরই স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সেই ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়।  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রথমে তিনজনকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়। পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে আল আমিন নামে আরও একজনকে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৮টায় গাজীপুরের চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে (৩৮) এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে খুন করে সন্ত্রাসীরা।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ধারালো অস্ত্র হাতে কয়েকজন যুবক বাদশা নামে এক ব্যক্তিকে কুপিয়ে ধাওয়া করে। এ ঘটনার ভিডিও পাশে থাকা সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে ধারণ করতে গেলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সাংবাদিক তুহিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বিএনএ/ ওজি/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ