17 C
আবহাওয়া
১০:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ভিসার মাধ্যমে ভারতেই থাকবেন শেখ হাসিনা

ভিসার মাধ্যমে ভারতেই থাকবেন শেখ হাসিনা


বিএনএ , ডেস্ক : ভিসার মাধ্যমে ভারতেই থাকবেন সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসিনা। ঢাকা  ছাড়ার  পরপরই কিছু প্রতিবেদনে দাবি করা হয়, ৭৬ বছর বয়সী এই নেতা যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন। তবে এখন জানা যাচ্ছে, তিনি নাকি ভারতেই থাকবেন।

শুক্রবার (৯ আগস্ট) ভারতের সরকারি একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে, ভারতেই থাকছেন শেখ হাসিনা। তবে দেশটিতে শরণার্থী বা সাহায্যপ্রার্থীর আইন না থাকায় তিনি ভারতের ভিসা ব্যবহার করে ভারতে অবস্থান করবেন।

বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় ভারতের বিশেষ কমিটি গঠনবাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় ভারতের বিশেষ কমিটি গঠন
নিউজ-১৮ এর সাংবাদিক জানিয়েছেন, যুক্তরাজ্যে হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন সেটি আপাতত বাতিল করা হয়েছে। কারণ যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের ওপর ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে।

তবে ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে, যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যত পরিকল্পনা ঠিক না করছেন ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ