বিএনএ, ঢাকা : বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগসহ ২৭টি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্বে রাখা হয়েছে। ।
এছাড়া অন্যান্য উপদেষ্টাদের মাঝে যেভাবে দায়িত্ব বণ্টন হয়েছে-
সালেহ উদ্দিন আহমেদ- অর্থ ও পরিকল্পনা।
ড. আসিফ নজরুল- আইন, বিচার ও সংসদ।
আদিলুর রহমান খান- শিল্প মন্ত্রণালয়।
হাসান আরিফ- স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়।
তৌহিদ হোসেন- পররাষ্ট্র মন্ত্রণালয়
সৈয়দা রেজওয়ানা হাসান- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
শারমীন মুরশিদ- সমাজকল্যাণ মন্ত্রণালয়।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আ.ফ.ম খালিদ হোসেন- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
ফরিদা আখতার- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
নুরজাহান বেগম- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মো. নাহিদ ইসলাম- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় গতকাল শপথ নেননি। এদের মধ্যে আছেন- সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক-ই-আজম। শপথ নেয়ার পর তাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হবে।
বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা