বিএনএ, ঢাকা : রাজধানী ঢাকার ২১টি থানার কার্যক্রম সাময়িকভাবে শুরু হয়েছে। কর্মস্থলে যোগ দিয়েছন পুলিশের সদস্যরা। এ ছাড়া যেসব থানায় ভাঙচুর হয়নি সেগুলোর কার্যক্রম শুক্রবারের মধ্যেই শুরু হবে। থানা চালু করতে সেনা বাহিনী সদস্যরা সহায়তা করছেন।
শুক্রবার (৯ আগস্ট) সকালে প্রথমে তেজগাঁও, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানার কার্যক্রম শুরু হয়। প্রায় একই সময়ে শুরু হয় অন্য থানাগুলোর কার্যক্রম। তেজগাঁও থানায় অন্তত ৪০ জন পুলিশ সদস্য কাজে যোগ দিয়েছেন।
থানাগুলোর সামনে সকাল থেকেই সেনা সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ছিল বাহিনীর গাড়িও।
পুলিশ কর্মকর্তারা বলেছেন, থানা জনগণের সম্পদ। জনগণকে সেবা করার জন্য থানার নিয়মিত কার্যক্রম চালু করা হয়েছে। বাকি পুলিশ সদস্যদের যতদ্রুত সম্ভব চাকরিতে যোগ দেওয়ার আহবান জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়।
বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেয় শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এতে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের পাশাপাশি আছেন আরও ১৬ জন উপদেষ্টা। তবে ঢাকায় না থাকায় ৩ জন উপদেষ্টা বৃহস্পতিবার শপথ নিতে পারেননি।
বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা