26 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » রেলের ভাড়া বাড়ানোর আলোচনা চলছে: রেলমন্ত্রী

রেলের ভাড়া বাড়ানোর আলোচনা চলছে: রেলমন্ত্রী

রেলের ভাড়া বাড়ানোর আলোচনা চলছে: রেলমন্ত্রী

বিএনএ ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ায় এবার রেলের ভাড়া সমন্বয়ের চিন্তা চলছে। আলোচনা শুরু হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত কবে আসছে সে বিষয়ে কিছু জানাননি রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে টঙ্গী-গাজীপুর রুটে চলমান ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে জয়দেবপুর রেলওয়ে জংশনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, নৌপথ ও সড়কপথে পরিবহনের ভাড়া সমন্বয় করা হলেও তেলের দাম বৃদ্ধির কারণে রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনা চলছে।

২০১৬ সালের জানুয়ারিতে সবশেষ ভাড়া বাড়ায় রেলওয়ে। তখন গড়ে ভাড়া বাড়ে ৭ শতাংশ। এতে কিলোমিটারপ্রতি ভাড়া বেড়ে হয় ৪০ পয়সার মতো। এরও চার বছর আগে ২০১২ সালে বাংলাদেশে ট্রেনের ভাড়া বাড়ানো হয় ৫০ শতাংশ। সে সময় কিলোমিটারপ্রতি গড় ভাড়া ২৪ পয়সা থেকে বাড়িয়ে করা হয় ৩৬ পয়সা।

তেলের দাম বাড়ানোর আগে রেলমন্ত্রী জানিয়েছিলেন, কিলোমিটারে যাত্রীপ্রতি তাদের খরচ ২ টাকা ৬০ পয়সার বেশি। এখন তা আরও বাড়বে। সর্বশেষ ২০২০-২১ অর্থবছর ১ হাজার ৩৮৫ কোটি টাকা লোকসান গুনেছে রেল।

বিএনএ/এ আর

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ