29 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - জুলাই ১৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়া থানার নতুনব্রিজ এলাকায় চুরি হওয়া ১২ লাখ টাকার বেশি মূল্যের স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী মাত্র সাত ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় স্বপ্না রানী ধর (৫৮) নামের এক নারী সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে মোবাইলে কথা বলার সময় তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগটি চুরি হয়ে যায়।

ব্যাগে ছিল স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থ ও শাড়ি—সব মিলিয়ে যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

ঘটনার পরপরই স্বপ্না রানী বাকলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। মামলা (নং-১২, ধারা ৩৭৯ পেনাল কোড) দায়েরের পর তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাতেই ঘটনার মূল হোতা নুর হোসেন কালু (৩১)-কে গ্রেপ্তার করেন।

নুর হোসেন কালু বাঁশখালীর জলদী সরল বাজার এলাকার মৃত ফতেহ মাহমুদের ছেলে। বর্তমানে তিনি বাকলিয়ার তুলাতলী এলাকার লিজা কলোনিতে বসবাস করছেন। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরির অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তার দেওয়া স্বীকারোক্তি ও বাদীর সনাক্ত অনুযায়ী, কালুর বাসা থেকে উদ্ধার করা হয়:
৭.৩ ভরি স্বর্ণালংকার, ১টি রেডমি মোবাইল ফোন, নগদ টাকা, শাড়িসহ অন্যান্য সামগ্রী, সবকিছু মিলিয়ে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, “অভিযানটি পরিচালনায় এসআই মোবারক হোসেনকে দিকনির্দেশনা দেন তদন্ত ওসি মো. মোজাম্মেল হক। খুব দ্রুত সময়ের মধ্যে মালামাল উদ্ধার ও আসামি গ্রেপ্তারের এ ঘটনাটি পুলিশি তদন্তের সফল দৃষ্টান্ত।”

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ