27 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নতুন সিরিজে মোশাররফ করিম

নতুন সিরিজে মোশাররফ করিম

নতুন সিরিজে মোশাররফ করিম

বিএনএ, ঢাকা: জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটক থেকে ওটিটি, বিজ্ঞাপন থেকে সিনেমা সব খানেই তার আধিপত্য। ঈদ উপলক্ষে অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। সেসব নাটকের নাম নিয়ে আছে আলোচনা ও সমালোচনা। অনেকের বলছেন যে ধরণের নাটকের সঙ্গে মোশাররফ করিম যুক্ত হয়েছেন সেগুলো তার ক্যারিয়ারের জন্য ক্ষতিকর।

তবে এরইমধ্যে পাওয়া গেলো সুখবর। প্রথমবারের মতো দেশীয় একটি ওটিটি প্লাটফর্ম এর জন্য নির্মিতব্য ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন এই তারকা। এর আগে তিনি ওই ওটিটিতে ‘দাগ’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন।

যেটিও বেশ দর্শকপ্রিয়তা পায়। এবার এই প্লাটফর্মের জন্য ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজটির নাম ‘আধুনিক বাংলা হোটেল’। মঙ্গলবার (৯ জুলাই) হয়েছে চুক্তি স্বাক্ষর।

যেখানে উপস্থিত ছিলেন সিরিজের নির্মাতা কাজী আসাদ, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমসহ ওটিটি প্লাটফর্মের কর্মকর্তারা।

সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এই ওটিটির কনটেন্ট বরাবরই দারুণ এবং চমকপ্রদ হয়, তাই আমারও ইচ্ছা ছিল তেমনই ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে প্রথমবারের মত সিরিজে যুক্ত হচ্ছি। চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী।’

জানা গেছে, খুব তাড়াতাড়ি শুটিং শুরু করবেন তিনি।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ