28 C
আবহাওয়া
৮:০৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » ভোলায় প্রধানমন্ত্রীর উপহারের ল্যাপটপ পেল ৮০ নারী

ভোলায় প্রধানমন্ত্রীর উপহারের ল্যাপটপ পেল ৮০ নারী


বিএনএ, ভোলা : হার পাওয়ার প্রকল্পের আওতায় আজ জেলার চরফ্যাশন উপজেলার ৮০ জন নারীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসাবে এসব ল্যাপটপ প্রদান করা হয়। উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার এস এম আল মাহমুদের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

উপজেলা প্রশাসন এবং  উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ছাদেক মিয়া ও ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লি: এর নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন।

আয়োজকরা জানান, এই প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের চারটি ব্যাচের ২০ জন করে মোট ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে আজ ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ফ্রিল্যান্সিং এর উপর ছয়মাস ব্যাপী প্রশিক্ষণের দুই মাস পার হবার পর তাদের এসব ল্যাপটপ প্রদান করা হলো। এর মাধ্যমে নারীরা প্রশিক্ষণের কার্যক্রম রপ্ত করার পাশাপাশি নিজেদের আত্মকর্মসংস্থানের পথ সৃষ্টি করতে পারবে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা


শিরোনাম বিএনএ
সদরঘাটে রেট চার্ট দৃশ্যমান স্থানে লাগানোর নির্দেশ-নৌ উপদেষ্টা একাধিক ভাষা শেখার সুযোগ যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে-ড. মুহাম্মদ ইউনূস দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না-স্বরাষ্ট্র উপদেষ্টা গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের নির্যাতনের চিত্র-তথ্য উপদেষ্টা শিপ ইয়ার্ডে বিস্ফোরণ : এসএন করপোরেশনের কার্যক্রম বন্ধ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করছে সরকার-ত্রাণ উপদেষ্টা যৌথ বাহিনীর অভিযানে ৫৩ অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ২৫ ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা থাক‌ছে না বিএনপির রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পুরণের: আমীর খসরু ছাত্রকে গুলি করে হত্যা, পুলিশ সদস্য গ্রেপ্তার