22 C
আবহাওয়া
১০:২৯ অপরাহ্ণ - ডিসেম্বর ৩০, ২০২৪
Bnanews24.com
Home » কুড়িগ্রামে সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুন

কুড়িগ্রামে সৌর বিদ্যুৎ প্রকল্পে আগুন


বিএনএ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজীবপুরে সৌর বিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (০৯ জুলাই) সকালে উপজেলার কোদালকাটি ইউনিয়নে কানেশিয়া সৌর বিদ্যুৎ প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রকল্প এলাকার ৪২০টি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রকল্পের ব্যবস্থাপক জাহিদ হাসান বলেন, সকালের দিকে ব্যাটারির অতিরিক্ত চার্জ হওয়ায় তা বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে অগ্নিকাণ্ডে প্রকল্পের ২৮৮টি ব্যাটারি, আটটি অফ গ্রিট মেশিন, আটটি অন গ্রিট মেশিন পুড়ে যায়। এ ছাড়া অন্যান্য মূল্যবান জিনিসপত্রও পুড়ে যায়।

কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু বলেন, এই প্রকল্প থেকে আমার ইউনিয়নের প্রায় ৪২০ পরিবারে বিদ্যুৎ দেওয়া হত। আমি বাহিরে থাকায় বিস্তারিত বলতে পারছি না। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শুনেছি।

রাজীবপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু হানিফ বলেন, চারদিকে নদী থাকায় দমকলকর্মীরা ঘটনাস্থলে যেতে পারিনি। তবে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে আছে বলে নিশ্চিত হয়েছি।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ