16 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » কিশোরগঞ্জে পুকুর থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে পুকুর থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার


বিএনএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বাড়ির পাশের পুকুর থেকে বাদল রহমান (৬২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ জুলাই) সকাল ৯টার দিকে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারী বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

বাদল রহমান (৬২) কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বাভাবিক-অস্বাভাবিক দুই বিষয়টি মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ