37 C
আবহাওয়া
৭:২০ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনঃ ডাম্পার ও বালু জব্দ

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনঃ ডাম্পার ও বালু জব্দ

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনঃ ডাম্পার ও বালু জব্দ

বিএনএ, লোহাগাড়া, রায়হান সিকদার : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও পুটিবিলা ইউনিয়নের পানত্রিশা, সরাইয়া ও ফারাঙ্গায় ডলু খাল ও চারখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বালু পরিবহনকৃত ২টি ডাম্পার গাড়ি ও ৫০হাজার ঘনফুট জব্দ করা হয়।

শুক্রবার (৯ জুলাই) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, কয়েকদিন ধরে এলাকাবাসী বালু উত্তোলনের বিষয়ে আমাদেরকে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে বালু খেকোদের বিরুদ্ধে চুনতি ও পুটিবিলা ইউনিয়নের পানত্রিশা, সরাইয়া, ফারাঙ্গায় ডলু ও চারখাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ডেম্পার ও ৮টি স্পট হতে আনুমানিক ৫০হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত বালি সার্ভেয়ারের দ্বারা পরিমাপ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

অভিযান কালে সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, চুনতি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, মহসিন লিটন।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ