16 C
আবহাওয়া
১০:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জয়পুরহাটে ২ ভুয়া ডিবি গ্রেফতার

জয়পুরহাটে ২ ভুয়া ডিবি গ্রেফতার

জয়পুরহাটে ২ ভুয়া ডিবি গ্রেফতার

বিএনএ, জয়পুরহাট: জয়পুরহাটে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে শাহিন আলম (২৪) ও সাইদুল ইসলাম (২৫) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মে) সকাল ১১টায় জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহিন আলম নওগাঁর ধামুরহাট উপজেলার গনেশপুর গ্রামের মো: সাহাদুলের ছেলে এবং সাইদুল ইসলাম জয়পুরহাট শহরের রেলবস্তির মরহুম ইয়াকুব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম।

তিনি জানান, তারা ডিবির অফিসার পরিচয় দিয়ে শহরের বুলুপাড়া বাসিন্দা আজাহার আলীর নামে মাদক বিক্রির অভিযোগ তোলেন এবং ভয় দেখান। পরে ওই ব্যক্তির কাছে টাকার দাবি করলে তাদের তিন হাজার টাকা দেন তিনি।

তিনি আরও জানান, তাদের আচরণ সন্দেহজনক হলে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে পুলিশ দুই প্রতারককে আটক করে। তাদের কাছে খেলনা পিস্তল ও পুলিশের জাল পরিচয়পত্র পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ