26 C
আবহাওয়া
৭:৫৩ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যান চলাচলে ধীরগ‌তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যান চলাচলে ধীরগ‌তি


বিএনএ, ঢাকা: স্বজনদের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ঈদযাত্রার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় তৈরি হয়েছে যানজট। সড়কে চলছে প্রচুর যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি। পাশাপাশি যাত্রী পরিবহন করছে কিছু ট্রাক-পিকআপও।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গতকাল থেকেই গাড়ির চাপ বেড়েছে। গতকাল যানজটে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় ওই পথের যাত্রীদের। আজ মঙ্গলবার দুপুরের দিকেও টাঙ্গাইলে ১২ কিলোমিটার সড়কজুড়ে যানবাহন থেমে থেমে চলছে।

ধীর গতির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যানবাহনের ভিড় দেখা গেছে। চন্দ্রা থেকে এলেঙ্গা চার লেনের সড়ক হলেও এলেঙ্গা থেকে সেতুর পূর্ব পর্যন্ত দুই লেনের সড়কে পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। যদিও চান্দনা চৌরাস্তাসহ কয়েকটি পয়েন্টে যানবাহনের চাপ রয়েছে বেশি।

এদিকে প্রচণ্ড রোদ ও তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের। গাড়ির ধীর গতির কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন নারী-শিশু ও বয়স্ক মানুষেরা।

তবে মহাসড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা বলেন, গাড়ি কোথাও থেমে নেই। গাড়ির চাপ বেশি থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিগগিরই গাড়ির চাপ কমে যাবে বলে আশা করছেন তাঁরা। কাল মহাসড়কে তেমন একটা চাপ থাকবে না। বিশেষত পোশাকশ্রমিকেরা সবাই একযোগে রওনা হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মো. সাজেদুর রহমান বলেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মহাসড়‌কে ঈদে ঘরমুখোদের বহনকারী প‌রিবহ‌নের খুবই চাপ বেড়েছে। গাড়িগু‌লো ধীরগ‌তি‌তে চলছে। ভোরে সেতুর উপর ২২ নম্ব‌র পিলা‌রের কাছে এক‌টি ডাবল ডেকার বাস বিকল হয়ে যাওয়ার সে‌টি উদ্ধা‌রে পাঁচ ‌মি‌নিট টোল আদায় বন্ধ ছিল। এ সময় মহাসড়‌কে গাড়ির চাপ আরও বে‌ড়ে যায়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা