25 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম প্রেসক্লাবের ইফতার

চট্টগ্রাম প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নগরীর রীমা কনভেনশন সেন্টারে শনিবার(৯  এপ্রিল) সম্পন্ন হয়েছে। প্রেসক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস, সিনিয়র সহ সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। ইফতার পূর্ব সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস। সঞ্চালনা করেন যুুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।

চট্টগ্রাম প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
চট্টগ্রাম প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন হুইপ শামসুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শিরিন আক্তার, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাবেক সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন, ভারতীয় সহকারী হাইকমিশনার ডাক্তার রাজীব রঞ্জন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ),বিএনএনিউজ২৪ ডটকম সম্পাদক মিজানুর রহমান মজুমদার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, চট্টগ্রামের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জিএম মাহফুজা আক্তার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল দুূলু, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আমির জাফর, নৌ-পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হাফিজুর রহমান, নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস

সাংবাদিক নেতৃবৃন্দেরমধ্যে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান এবং কলিম সরওয়ার, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী, বিএফইউজে নির্বাহী সদস্য প্রণব বড়য়া অর্ণব এবং আজহার মাহমুদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রেসক্লাবের অর্ধশতাধিক আজীবন দাতা সদস্য, সহযোগী সদস্য এবং প্রেসক্লাব সদস্যের পরিবারের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মনসুরাবাদ নতুন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ  মাওলানা মুহাম্মদ ছদর উদ্দিন ফারুকী। তিনি প্রেসক্লাবের অসুস্থ সদস্যদের সুস্থতা কামনা এবং প্রয়াত সদস্যদের আত্মার শান্তিকামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করেন।

Loading


শিরোনাম বিএনএ