16 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সিরিজ জেতা হলো না বাংলাদেশের

সিরিজ জেতা হলো না বাংলাদেশের


বিএনএ, ক্রীড়া ডেস্ক : ব্যাটিং বিপর্যয়ে সিরিজের শেষ ম্যাচে ২৮ রানে হেরে গেল বাংলাদেশ। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৯ ওভার ৩ বলে ১৪৬ রান তোলে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ হারালো টাইগাররা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আজ ফিল্ডিং নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৭৪ রান তোলে শ্রীলঙ্কা। এই রান তোলার লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের । ওপেনিংয়ে নামা লিটন দাস ও সৌম্য সরকার দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম ২ ওভারে তারা তুলে নেন ১৩ রান। কিন্তু এরপরেই ঘটে ছন্দপতন।

ধনাঞ্জয়া ডি সিলভার পর বাংলাদেশ শিবিরে আঘাত হানেন মাথিশা পাথিরানার বদলে দলে জায়গা পাওয়া পেসার নুয়ান থুসারা। দলে জায়গা পেয়েই বাংলাদেশের বিপক্ষে আজ তিনি তুলে নেন হ্যাটট্রিক। নিজের বোলিং তোপে একে একে ফেরান নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় এবং মাহমুদউল্লাহ রিয়াদকে।

এই তিন ব্যাটারের পর দলীয় ২৪ রানে নুয়ান থুসারার চতুর্থ শিকার হয়ে সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। ১০ বলে ১১ রান করে নুয়ান থুসারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ২৪ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।

২৪ রানে ৫ উইকেট হারানোর পর জুটি গড়েন জাকের আলী অনিক ও শেখ মেহেদী হাসান। তবে তারাও ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ৩২ রানে জাকের আলী অনিকের বিদায়ে ৮ রানেই ভেঙে যায় এই জুটি।

জাকের আলী অনিকের বিদায়ের পর রিশাদ হোসেনের সঙ্গে জুটি বাঁধেন শেখ মেহেদী হাসান। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। এই জুটিতে ভর করে অন্ধকারের মাঝেও কিছুটা আশার আলো দেখতে থাকে বাংলাদেশ। তবে বেশিদূর এগোনোর আগেই এই জুটিকে থামান ওয়ানিন্দু হাসারাঙ্গা। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ২০ বলে ১৯ রান করা মেহেদী। তার বিদায়ে ভাঙে ৪৪ রানের জুটি।

মেহেদীর বিদায়ের পর ক্রিজে আসেন তাসকিন আহমেদ। রিশাদ ও তাসকিন মিলে চড়াও হতে থাকেন লঙ্কান বোলারদের ওপর। ১৫তম ওভারে রিশাদ একাই হাঁকান তিনটি ছক্কা। এই জুটিতে ভর করে ১৫ ওভারে দলীয় শতক পূর্ণ করে বাংলাদেশ।

এর পরেই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন রিশাদ হোসেন। লঙ্কানদের বিপক্ষে আজ তিনি ২৬ বলেই তুলে নেন অর্ধশতক। এই জুটিতে ভর করে তখনো জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। আর তখনই টাইগার শিবিরে আঘাত হানেন মাহিশ থিকশানা। মাহিশ থিকশানার বলে লংঅনে সাদিরা সামারাবিক্রমার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান রিশাদ হোসেন। আউট হওয়ার আগে করেন ৩০ বলে ৫৩ রান। তার বিদায়ে ভাঙে ৪১ রানের জুটি।

রিশাদের বিদায়ের পর শরিফুল ইসলামকে নিয়ে জুটি গড়েন তাসকিন। এই জুটি থেকে আসে ৭ বলে ১৭ রান। দলীয় ১৩৪ রানে নুয়ান থুসারার পঞ্চম শিকার হয়ে সাজঘরে ফিরে যান শরিফুল।

শরিফুলের বিদায়ের পর দলীয় ১৪৬ রানে সাজঘরে ফিরে যান তাসকিন আহমেদও।

বিএনএ/ ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ