বিএনএ, চট্টগ্রাম: ফেনী জেলা আ্ওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য , বাংলাদেশ নিউজ এজেন্সি(বিএনএ) সম্পাদক ও সুলতান আহমেদ ফাউন্ডেশন,ফেনী’র চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ভিশন স্মার্ট বাংলাদেশ ২০৪১ এর উপযুক্ত হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য আজকের শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ ২০৪১ এর জন্য স্মার্ট স্টুডেন্ট এর বিকল্প নেই।
বৃহস্পতিবার (৯মার্চ ২০২৩) ছাগলনাইয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চট্টগ্রামে শিক্ষা সফররত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণকালে মিজানুর রহমান মজুমদার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আহবান জানান।
মাদ্রাসা ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পাঠদান ও লেখাপড়া আগামীতে সর্বক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তিতে হতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ইতোমধ্যে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি শিক্ষার্থীদের সৎ,ভাল চরিত্রের অধিকারী এবং দেশপ্রেমে উদ্ধুব্ধ হয়ে লেখাপড়ায় মনযোগী হবার পরামর্শ দেন।
মিজানুর রহমান মজুমদার আরও বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে এসেছে উন্নয়ন । আগামী ২০৪১ সালে বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি নিতে হবে।
পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী।
বিএনএনিউজ, বিএম, এসজিএন