19 C
আবহাওয়া
৭:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বেজমেন্টে মিললো নিখোঁজ স্বপনের অর্ধগলিত মরদেহ

বেজমেন্টে মিললো নিখোঁজ স্বপনের অর্ধগলিত মরদেহ


বিএনএ, ঢাকা: রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়াল।

বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১২টার দিকে ভবনটির বেজমেন্ট থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।

তিনি বলেন, গত ৭ মার্চ বিস্ফোরণের পর থেকে আমাদের উদ্ধার অভিযান চলমান ছিলো। বুধবার বেলা সোয়া ১২টার দিকে নিখোঁজ স্বপনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ফায়ার সার্ভিস ২০ জনের মরদেহ উদ্ধার করেছে।

বিস্ফোরণ স্থলের সর্বশেষ কি অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ভবনের বেজমেন্টে ৪ থেকে ৫ ফুট ধ্বংসাবশেষ রয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের ২০ সদস্য সেগুলো জীবনের ঝুঁকি নিয়ে সরিয়ে মরদেহ উদ্ধার করেছে। আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী ভবনে আর কোনো মরদেহ নেই।

এটাই যে নিখোঁজ স্বপনের মরদেহ কেউ সনাক্ত করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, নিখোঁজ স্বপনের স্বজনরা উদ্ধার অভিযানে আমাদের সঙ্গে ছিলেন। তারা আমাদের বলেছেন স্বপনের ওজন ছিলো ১২০ কেজি। আমরা যেটি পেয়েছি সেই মরদেহ অনেক ভারি ছিলো। আপনারা দেখেছেন দুটি বডি ব্যাগ ব্যবহার করতে হয়েছে।

উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে কি না জানতে চাইল তিনি বলেন, এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা বলে জানানো হবে।

তদন্ত কমিটির কার্যক্রমের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও রাজউকের পক্ষ থেকে আলাদা কমিটি করা হয়েছে। ফায়ার সার্ভিসের চার সদস্যের কমিটি ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিব।

এর আগে, মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলিস্তানের এক পাঁচ তলা ভবনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ সময় ওই ভবনের দেয়াল ও জানালার গ্লাস রাস্তায় ভেঙে পড়ে। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ