15 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু


বিএনএ : অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় গাজী আশরাফ এজাজ নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) স্থানীয় সময় সকাল পৌনে সাতটার দিকে ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্নের মাউন্ট ওয়েভারলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাজ্য পুলিশ।

নিহত এজাজ বিশ্বের অন্যতম সেরা মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ৯৮ শতাংশ নম্বর পেয়ে কলেজের পড়াশুনা শেষ করেন। এজাজ তার মায়ের সঙ্গে অস্ট্রেলিয়া থাকতেন।

এজাজের পারিবারিক সূত্র জানিয়েছে, শরীরচর্চার উদ্দেশ্যে সকালে সাইকেল নিয়ে বের হন এজাজ। ওয়েভারলি ও স্টিফেনসনস সড়কের চৌরাস্তায় একটি ট্রাক তাঁর সাইকেলকে চাপা দেয়। ট্রাকচালকের ফোনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জরুরি সেবা বিভাগের সদস্যরা। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ