বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গায় বাসাবাড়িতে সিলিন্ডারের গ্যাস লিকেজে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।বুধবার (৯ মার্চ) রাত সোয়া ৮টার দিকে পতেঙ্গা থানার বিপরীতে মকবুল হাউজিং সোসাইটির মান্নান ভবনে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- আকতার হোসেন (২৬) ও সালমা আকতার। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাত সোয়া আটটার দিকে মকবুল হাউজিং সোসাইটির মান্নান ভবনের ছয়তলায় একটি এক কক্ষের বাসায় গ্যাস সিলিন্ডারে আগুন লাগে।রান্নার জন্য চুলা জ্বালাতেই বাসায় আগুন ছড়িয়ে পড়ে।এতে বাসার কম্বল-লেপে আগুন ধরে গেলেও স্থানীয়রা তা নিভিয়ে ফেলে। ওই বাসা থেকে দুজনকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। বাসায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
বিএনএ/ওজি