22 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » করোনা শনাক্ত দুই শতাংশের নিচে

করোনা শনাক্ত দুই শতাংশের নিচে

করোনায় আক্রান্ত আরও ১৫৩

বিএনএ ডেস্ক, ঢাকা: করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। গত ২৪ ঘণ্টায় ১ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২৩ জনের। শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ।

দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৭ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জনে।

বুধবার (৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৬ হাজার ৩৭০টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পুরুষ সিলেট বিভাগের।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ