বিএনএ বিশ্ব ডেস্ক: রাশিয়া ইউক্রেন যুদ্ধের ১৪তম (৯ মার্চ বুধবার) দিনের শুরুতে ইউক্রেনের পাঁচ শহরে স্থানীয় সময় সকাল ৯ টা থেকে রাত ৯টা(7am-7pm GMT) পর্যন্ত যুদ্ধ বিরতি। শহরগুলো হলো- Kyiv, Chernihiv, Sumy, Kharkiv and Mariupol। ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী Iryna Vereshchuk বলেছেন, মানবিক করিডোরের জন্য রাশিয়া এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।সূত্র: দি গার্ডিয়ান,ইউকে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্টফুড কোম্পানি ম্যাক ডোনাল্ড রাশিয়ায় তাদের ৮৫০ টি রেষ্টুরেন্ট বন্ধ করে দিয়েছে।
- জনপ্রিয় কোমল পানীয় কোকা-কোলা রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।
- ইউক্রেনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর সুমি থেকে মঙ্গলবার ১ হাজার ৭০০ বিদেশি শিক্ষার্থীসহ কমপক্ষে ৫ হাজার সাধারণ জনগণতে সরিয়ে নেওয়া হয়েছে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার সতর্কবাণী দেওয়া হয়েছে। যে কোন সময় রাশিয়ান বিমান বাহিনী সেখানে হামলা করতে পারে। নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে পরামর্শ দেয়া হয়েছে।
বিএনএনিউজ/এসজিএন