33 C
আবহাওয়া
৬:৪৩ অপরাহ্ণ - জুলাই ১৩, ২০২৫
Bnanews24.com
Home » আয়নাঘর সন্ধানে সেচে ফেলা হচ্ছে পানি

আয়নাঘর সন্ধানে সেচে ফেলা হচ্ছে পানি

আয়নাঘর সন্ধানে ফায়ার সার্ভিস সেচে ফেলা হচ্ছে পানি

বিএনএ,ঢাকা: ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পাশে নির্মাণাধীন ভবনের নিচের পানি তোলার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে এই আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান মিললে অায়নাঘর হিসেবে দাবি করেছিলে আন্দোলনকারী ছাত্র জনতা ও সাধারণ মানুষ। এমন দাবির প্রেক্ষিতে ভবনের নিচের পানি তোলার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২ টা নাগাদ ধানমন্ডি ৩২ নম্বরে পানি তোলার এমন চিত্র দেখা যায়।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না। বেসমেন্ট ওয়ান এবং বেসমেন্ট টুতে যে পানিটা সেটা মূলত বৃষ্টির পানিও হতে পারে। সেই পানিটাই আমরা সরিয়ে দিচ্ছি।এখানে আড়াই লাখ লিটার পানি আছে ধারণা করছি । ভবনটা নতুন। এখনো নির্মাণাধীন। পানিটা দেখে খুব বেশিদিন আগের পুরাতন পানি মনে হচ্ছে না। পানি তোলার কাজে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে ।

এক প্রত্যক্ষদর্শী বলেন, নির্মাণাধীন ভবনটির গ্রাউন্ড ফ্লোরের নিচে আরও চার থেকে পাঁচতলা রয়েছে। সেখানে পানি দিয়ে পূর্ণ থাকায় নিচে যেতে পারেনি। এটি নতুন কোনো আয়নাঘর হতে পারে। জুলাই আন্দোলনের ছাত্র-জনতাকে হত্যা করে সেখানে রাখার জন্য এই আয়নাঘর বানানো হতে পারে বলে তার ধারণা।

প্রত্যক্ষদর্শীদের সন্দেহ, স্বৈরাচার শেখ হাসিনা ডিজিএফআই, পুলিশ, র‌্যাবসহ বিশ্বস্ত প্রশাসনের আয়নাঘরের বাইরে দলীয় নেতাকর্মীদের দ্বারা নতুন এ আয়নাঘর তৈরি করেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দাবি করা হয়, সেখানে মানুষের মাথার চুল, জুতা ও স্কুল ড্রেস পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কেউ কেউ ঘটনার সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানান।

বিএনএনিউজ / আরএস

Loading


শিরোনাম বিএনএ