27 C
আবহাওয়া
৮:০৭ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ফটিকছড়িতে পিকআপ চাপায় বাইক আরোহীর মৃত্যু

ফটিকছড়িতে পিকআপ চাপায় বাইক আরোহীর মৃত্যু

ফটিকছড়িতে পিকআপ চাপায় বাইক আরোহীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌর এলাকায় পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দিলে হাফেজ মুহাম্মদ ফয়েজ আহমেদ (৫৮) নামে এক বাইক আরোহী মারা গেছেন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের রশিদা পুকুরপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফয়েজ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড়ের আতাউল্লাহপাড়ার মৃত ফতেহ আলী সওদাগরের ছেলে।

এ ঘটনায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি নাজিরহাট হাইওয়ে থানার জিম্মায় রয়েছে। ঘটনার পরপরই পালিয়েছে পিক-আপের চালক।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নাজিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন হাফেজ মুহাম্মদ ফয়েজ আহমেদ। ঘটনাস্থলে বিপরীত দিক হতে আসা পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে চাপা দেয়। এতে মারাত্মক জখম হন মোটরসাইকেল আরোহী ফয়েজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে নগরীর চমেক হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

নাজিরহাট হাইওয়ে থানার এসআই মুহাম্মদ আনিস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের জিম্মায় রয়েছে। আহত ব্যক্তি নগরীর চমেক হাসপাতালে মারা যান।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
রাশিয়ায় তেল ডিপোতে ইউক্রেনের হামলা প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ৯ দফা আহ্বান আনোয়ারায় নৌযান মালিক-মাঝিদের প্রশিক্ষণ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩৪ যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা খুলনার রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত