18 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

নুসরাত

বিনোদন ডেস্ক: হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

নুসরাত ফারিয়ার মা ফেরদৌসি পারভীন গণমাধ্যমকে জানান, কয়েক দিন হলো কাজের চাপের কারণে খাওয়া-দাওয়ার অনিয়ম চলছিল ফারিয়ার। গ্যাস্ট্রিকের সমস্যাও ছিল। সন্ধ্যার পর খারাপ অবস্থা দেখা দেয়। তারপর বাসাতেই অচেতন হয়ে পড়ে। তখনই ওকে হাসপাতালে ভর্তি করাই। এখন চিকিৎসা চলছে।

ফেরদৌসি পারভীন জানান, নুসরাত ফারিয়ার অবস্থা এখন খানিকটা ভালো। অল্প পরিমানে খাওয়া দাওয়া করেছে। শুক্রবার চিকিৎসক সর্বশেষ আপডেট জানাবেন।

গেল বছরের মাঝমাঝি সময়ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই নায়িকা। সেই সময় চোখের সমস্যার কারণে তাঁকে ভর্তি হতে হয়। পরে চোখের একটি সার্জারিও করাতে হয় তাঁকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ