40 C
আবহাওয়া
৫:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করল নিউজিল্যান্ড

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করল নিউজিল্যান্ড

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্থগিত করল নিউজিল্যান্ড

বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারের সঙ্গে সব ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ স্থগিত করেছে নিউজিল্যান্ড৷ সে দেশের সেনা নেতৃত্বের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণাও দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন৷

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ‘‘মিয়ানমারের সামরিক সরকার যাতে কোনোভাবেই নিউজিল্যান্ডের সহায়তা প্রকল্প দিয়ে উপকৃত না হয় আমরা তা নিশ্চিত করবো৷’’

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মিয়ানমারকে তিন কোটি ডলারের সহায়তা দেয়ার কথা নিউজিল্যান্ডের৷ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘‘আমরা কঠোর বার্তা দিতে চাই৷ বলতে চাই, নিউজিল্যান্ডে বসে যা যা করা সম্ভব, তার সবই আমরা করবো৷ উচ্চ পর্যায়ের সব আলোচনা স্থগিত করবো৷ মিয়ানমারে এমন কোনো সাহায্য দেবো না, যেটা সামরিক সরকারকে সুবিধা দেবে৷’

মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর ক্ষমতা দখল এবং নির্বাচিত সরকারের নেত্রী অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের বন্দি করায় প্রতিবাদ চলছে৷ নিউজিল্যান্ড সু চিসহ সকল রাজবন্দিদের মুক্তিদিয়ে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে৷ এক বিবৃতিতে নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা মিয়ানমারের সেনা নেতৃত্বের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথাও জানান৷

ক্ষমতা দখলের পর মিয়ানমারের সামরিক নেতা জেনারেল মিন অং হ্লাইং সোমবার প্রথমবারের মতো দেওয়া টেলিভিশনে ভাষণে গত নভেম্বরের নির্বাচন ‘সুষ্ঠু ছিল না’ বলে দাবি করেন৷ আবার নতুন করে নির্বাচন দেওয়ার কথাও বলেন তিনি৷ (ডয়েচেভেলে)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ