16 C
আবহাওয়া
৯:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ডাস্টবিনে মিলল ১ বছরের শিশু

চট্টগ্রামে ডাস্টবিনে মিলল ১ বছরের শিশু

চট্টগ্রামে ডাস্টবিনে মিলল ১ বছরের শিশু

বিএনএ,চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ডাস্টবিন থেকে ১ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে খালপাড় রোডের চেয়ারম্যান গলির সোলেমান জমিদারের বাড়ির সামনে থেকে শিশুটি উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দিয়ে আদালতের মাধ্যমে প্রতিপালনের জন্য পাঠানো হয় বায়েজিদের রৌফাবাদের ছোটমণি নিবাসে।

বাবা-মা পরিচয়হীন ০-৭ বছর বয়সী পরিত্যক্ত/পাচার থেকে উদ্ধারকৃত শিশুদের ছোটমণি নিবাসে লালন-পালন করা হয়। সমাজসেবা অধিদফতর ছয় বিভাগে অবস্থিত ছয়টি ছোটমণি নিবাসে শিশুদের মাতৃস্নেহে প্রতিপালন, রক্ষণাবেক্ষণ, খেলাধুলা ও সাধারণ শিক্ষা দিয়ে থাকে।

পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ তিনি বলেন, এক দিন বয়সী শিশুটি সুস্থ আছে। তার মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। প্রথমে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর আদালতের মাধ্যমে সমাজ সেবা অধিদপ্তর পরিচালিত রৌফাবাদের সোনা মনি নিবাসে পাঠানো হয়েছে শিশুটিকে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ