14 C
আবহাওয়া
৮:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home »  বিয়ের পাঠ সারলেন সাদিওমানে 

 বিয়ের পাঠ সারলেন সাদিওমানে 

বিয়ের পাঠ সারলেন সাদিওমানে

বিএনএ,ডেস্ক:ছোটবেলার বান্ধবী আয়েশা তাম্বাকে বিয়ে করলেন  সাদিওমানে। সেনেগালের রাজধানী ডাকারে তাদের বিয়ে হয়।কিছুদিন আগেই নিজের এলাকা বাম্বলিতে স্টেডিয়াম ও হাসপাতাল স্থাপন করে প্রশংসা কুড়ালেন আফ্রিকান কাপজয়ী সেনেগালের উইঙ্গার সাদিওমানে।

সেনেগালের এই ফরোয়ার্ড বরাবরই নিজেকে আড়াল রাখতে চান সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম থেকে। বিয়ের ক্ষেত্রেও একই কাজ করলেন তিনি। গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তার স্ত্রীর কয়েকটি ছবি।

সেনেগালের গণমাধ্যমগুলো জানান, মানের স্ত্রীর নাম আয়শা টাম্বা। কাসামানসার বাসিন্দা তিনি। কিশোর থাকা অবস্থায় তাদের পরিচয়। স্কুলে থাকাকালীন আয়শার যত্ন নেওয়ার পাশাপাশি পড়াশোনার খরচ বহন করতেন মানে।

এক সাক্ষাকৎকারে মানে জানিয়েছিলেন, তিনি এমন একটা মেয়ে চান যে ধর্মভীরু। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন। যার শুধু বাহ্যিক সৌন্দর্য্য নয়, থাকতে হবে মনের সৌন্দর্য্যও। এমন ঘোষণার পর অবশ্য অনেকেই মানের শর্ত পূরণে এগিয়ে আসে। তবে নতুন কাউকে নয় শেষমেশ ছোটবেলার বান্ধবী আয়শা টাম্বাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন মানে।

বিএনএনিউজ/রেহানা, ওজি

Loading


শিরোনাম বিএনএ