বিএনএ, নোবিপ্রবি : গবেষণায় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। এ ছাড়া সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলিয়ে এর অবস্থান ১২তম।
দেশের গবেষণা পরিস্থিতি পর্যবেক্ষণকারী ম্যাগাজিন সায়েন্টিফিক বাংলাদেশের শনিবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২১ সালে নোবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের ২৯৭টি গবেষণাপত্র আন্তর্জাতিক ডাটাবেস স্কোপাসে প্রকাশিত হয়।
এর মধ্যে সর্বাধিক গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে তালিকার শীর্ষ দশে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওশেনোগ্রাফি, অ্যাপ্লাইড কেমেস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কৃষি বিভাগের গবেষকরা। ফার্মেসী বিভাগের গবেষকরা সর্বোচ্চসংখ্যক গবেষণাপত্র প্রকাশ করেছে।
বিএনএনিউজ২৪.কম/শাফি/এনএএম