16 C
আবহাওয়া
২:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » পরিবেশ সম্মত আবাসন শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক-সমাজকল্যাণ উপদেষ্টা

পরিবেশ সম্মত আবাসন শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক-সমাজকল্যাণ উপদেষ্টা

উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা : সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, পরিবেশ সম্মত আবাসন কেবল প্রকৃতির কল্যাণ সাধনে নয়, আমাদের স্বাস্থ্যকর শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক।

রবিবার(৮ ডিসেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলা বসতি নামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, একটি মাস্টারপ্ল্যানের আওতায় পুরো কমিউনিটি গড়ে উঠছে বলে একটি অনন্য সাধারণ সামাজিক প্রতিবেশও গড়ে উঠতে পারে এ প্রকল্পে, যা আমাদের আগামী প্রজন্মের বেড়ে উঠায় দারুণ ভূমিকা পালন করবে এবং ঢাকাকে একটি সবুজ স্বপ্নের নীড় রচনা করবে।

এর আগে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য শিক্ষাবিদ, বাঙালির মনন ও মানুষের আলোকবর্তিকা অধ্যাপক মরহুম সারোয়ার মুরশিদ এর ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে উপদেষ্টা তাঁর পিতার কবর জিয়ারত করেন। এ সময় পরিবার, ব্রতী সংস্থা এবং নাগরিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ