16 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

বিএনএ, বরিশাল: বরিশালের চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আছিয়া বেগম (৬৫) নামে এক দৃষ্টিহীন বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে গৌরনদী-পয়সারহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া বেগম ওই এলাকার মৃত দেলোয়ার মোল্লার স্ত্রী।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. মাজহারুল ইসলাম জানান, ভোরে পশ্চিম শাওড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এসময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ সাইয়েদ কাজল/ বিএম

Loading


শিরোনাম বিএনএ