36 C
আবহাওয়া
১২:১৬ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে নালায় পড়া শিশুর তিন দিনেও খোঁজ মিলেনি

চট্টগ্রামে নালায় পড়া শিশুর তিন দিনেও খোঁজ মিলেনি


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ষোলশহরে নালায় পড়ে তিন দিনেও খোঁজ মিলেনি শিশু মো. কামালের। তবে ফায়ার সার্ভিসের তিনটি টিম উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ফায়ার সার্ভিসের অভিযান শুরু হয়েছে। এর আগে সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে নিখোঁজ হয় শিশু কামাল।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী উপ-পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। রাত হয়ে যাওয়ায় নালার ভেতর অন্ধকারে কাজ করা কঠিন ছিল। এ কারণে রাত ১০টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। আজ দ্বিতীয় দিনের মতো তিনটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এর আগে গত ২৫ আগস্ট ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে মুরাদপুর এলাকায় নালায় পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি ব্যবসায়ী। যার খোঁজ এখনো পাওয়া যায়নি। এছাড়া চলতি বছরের ৩০ জুনও ষোলশহর চশমা হিল এলাকায় নালায় পড়ে যায় একটি অটোরিকশা। স্রোত থাকায় খালে তলিয়ে মারা যান চালক সুলতান (৩৫) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ