24 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ভাড়া নৈরাজ্য চলছে সিএনজি চালিত বাসে!

ভাড়া নৈরাজ্য চলছে সিএনজি চালিত বাসে!

ভাড়া নৈরাজ্য চলছে সিএনজি চালিত বাসে!

বিএনএ, চট্টগ্রাম: অঘোষিত ধর্মঘটের পর গতকাল রাত থেকে সড়ক-মহাসড়কে চলতে শুরু করে বাস। ডিজেলের দাম বাড়ার জেরে বাসের ভাড়া বাড়ানোর দাবি সরকারের পক্ষ থেকে মেনে নেওয়ায় সড়কে বাস নামান মালিকরা। বাস নামার পর থেকেই নতুন ভাড়ায় বাসগুলো চলতে শুরু করেছে সড়ক-মহাসড়কে। তবে সিএনজিচালিত বাসেও বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এর মধ্যে কিছু বাসে যাত্রীদের সঙ্গে চালকদের বাগ্‌বিতণ্ডাও দেখা গেছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল থেকে নতুন ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

নতুন প্রজ্ঞাপনে শুধুমাত্র ডিজেলচালিত গাড়ির ভাড়া বাড়ানো হয়েছে। গ্যাসচালিত গাড়ি চলবে আগের ভাড়া অনুযায়ীই। কিন্তু যাত্রীদের অভিযোগ, এখন সব গাড়িই ভাড়া বাড়িয়ে দিয়েছে। অথচ চট্টগ্রাম ও ঢাকা নগরীতে চলাচলকারী বেশিরভাগ বাসই সিএনজিচালিত।

নেছার আহমেদ নামে এক যাত্রী বলেন, টেম্পোগুলো গ্যাস দিয়ে চলে। তাহলে কোন যুক্তিতে বহদ্দারহাট থেকে চকবাজার ৫ টাকা ভাড়া ১০ টাকা আদায় করা হলো। ভাড়া বাড়ানোর সিন্ডিকেট এটা ওদের অনেক আগ থেকে। এমনকি ভাড়া ওদের মন মত না দিলে হুমকি ধমকি ও করে। এ নিয়ে একটা ব্যবস্থা নেওয়া দরকার।

শুধু টেম্পোও নয়, নগরীর বিভিন্ন রুটের বাস ও মিনিবাসগুলোর অধিকাংশ গ্যাসে চলে। অথচ তারাও ডিজেলচালিত বাসের সাথে পাল্লা দিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, গতকাল বিকালে বাস ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে। আমরা একটু পর ডিজেল ও গ্যাসচালিত গণপরিবহণ মালিকদের সাথে বৈঠকে বসবো। তারপর যাবতীয় নির্দেশনা দিবো। আমরা চাই না নগরবাসী কোন ভোগান্তিতে পড়ুক।

প্রসঙ্গত, সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর এবং মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা এবং দূরপাল্লায় বেড়েছে ৩৮ পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৪২ পয়সার স্থলে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া যথাক্রমে ১ টাকা ৭০ পয়সার স্থলে ২ টাকা ১৫ পয়সা ও ১ টাকা ৬০ পয়সার স্থলে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ৭ টাকার স্থলে ১০ টাকা ও ৫ টাকার স্থলে ৮ টাকা করা হয়েছে ৩৫ শতাংশ ভাড়া বেড়েছে লঞ্চে। লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ