ঢাকা (৮ অক্টোবর): গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা ১০ অক্টোবর, ২০২৪ থেকে আগামী ১৭ অক্টোবর, ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এসময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনায় ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যেকোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন।
ডাকযোগে অথবা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২। ই-মেইল: [email protected]।
বিএনএ, এসজিএন