বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় ব্যাচের শিক্ষার্থী গালিব-উজ-জামান। নোবিপ্রবির প্রাক্তন এই শিক্ষার্থী ব্লাড ক্যান্সারে আক্রান্ত। খুব একটা স্বপ্নবাজ না হলেও পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা ছিল তার। বাবা ছিলেন অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, মা গৃহিণী আর পরিবারের এক সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী তার ছোটবোন। বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়েছিল বাবার কষ্টের টাকায়, ধরেছিল পরিবারের হাল এবং দায়িত্ব নিয়েছিল বোনের পড়ালেখার । এত দায়িত্ব ও স্বপ্ন চলে যায় বহুদূরে যখন মেডিকেলে চিহ্নিত হয় নন-হজকিন্স লিম্ফোমা (Non-Hodgkin’s Lymphoma) বা ব্লাড ক্যান্সারে আক্রান্ত গালিব।
জীবনের উজ্জ্বল ভবিষ্যতে নেমে আসে গাঢ় অন্ধকার, কর্মের মাঠ ছেড়ে তাকে যেতে হয় বিছানার শয্যায়। মেডিকেল রিপোর্ট অনুসারে ক্যান্সারটি ইতিমধ্যে সেকেন্ডারি স্টেজে আছে এবং খুব দ্রুত ছড়াচ্ছে। দ্রুত এর চিকিৎসা না দিলে খারাপ কিছু ঘটতে পারে। ডাক্তারি তথ্যানুযায়ী গালিবকে প্রাথমিক ভাবে ছয় (০৬) টি কেমোথেরাপি নিতে হবে যার প্রতিটির মূল্য ২ লাখ টাকা। পাশাপাশি দৈনিক গুণতে হচ্ছে হাসপাতাল ভাড়া, ওষুধ খরচ এবং আনুষাঙ্গিক অনেক খরচ। পরবর্তীতে আরো থেরাপি নেওয়া লাগতে পারে তার।
ডাক্তারের ভাষ্য অনুযায়ী গালিবের পরিবারকে গুনতে হতে পারে আনুমানিক ২০-২২ লাখ টাকা। এই মুহূর্তে অনেক টাকা খরচ করে পরিবারের অসহায়ত্ব তার পরিবারকে মানসিকভাবে দূর্বল করে তুলছে। সিএসটিই (CSTE) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘গালিবের জন্য আমরা’ শিরোনামে গালিবের পরিবারকে আর্থিক সহযোগিতার আহ্বান করেছে।একটি মেধাবী প্রান, অনেকগুলো স্বপ্ন, একটি পরিবারকে বাচাঁতে সকলের সহযোগিতা চেয়েছেন তারা।
উল্লেখ্য, গালিব বর্তমানে ঢাকা মেডিকেলের হেমাটোলোজি বিভাগের একজন প্রফেসরের অধীনে চিকিৎসাধীন। সহায়তা পাঠানোর জন্য সিএসটিই অ্যালামনাই অ্যাসোসিয়েশন, নোবিপ্রবির নিম্নবর্ণিত সদস্যদের বিকাশ, নগদ ও রকেট নম্বরসমূহ: ১। সালাউদ্দিন পাঠান, CSTE 6h Batch (Faculty Member) বিকাশ ও নগদ: 01857839590 ২। মাসপি রহমান, CSTE 5th Batch বিকাশঃ 01670633325 ২। ইমতিয়াজ আহমেদ শুভ, CSTE 11th Batch বিকাশ ও নগদঃ 01851245934, রকেটঃ 018512459346 ৩। ইফতেখার উদ্দীন দুর্জয়, CSTE 12th Batch বিকাশ: 01521401900, রকেট: 015214019003 ৪। মাহবুবুর রহমান, CSTE 13th Batch বিকাশ ও নগদঃ 01686527984, রকেট: 019882838449
বিএনএ/ শাফি,ওজি