15 C
আবহাওয়া
১০:৫০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » করোনাঃ ৭ মাসে সর্বনিম্ন মৃত্যু ৭, শনাক্ত ৬৪৫

করোনাঃ ৭ মাসে সর্বনিম্ন মৃত্যু ৭, শনাক্ত ৬৪৫


বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন প্রাণ হারিয়েছেন। যা গত সাত মাসের মধ্যে সবচেয়ে কম। এ নিয়ে দেশে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৬৫৪ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৪৫ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন।

শুক্রবার (৮ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৩০২ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ