ইসলামিক আমিরাতের আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, আগের সরকার দৈনিক তিন হাজার পাসপোর্ট দিত কিন্তু তারা প্রতিদিন ছয় হাজার পাসপোর্ট দিতে করতে চায়।
তালেবানরা দেশ দখল করার প্রায় দুই মাস পর পাসপোর্ট বিভাগ খোলা হয়।
বিভাগীয় প্রধান আলমগুল হাক্কানি বলেন, বর্তমানে তাদের কাছে পাসপোর্টের দশ লাখ নোটবুক আছে- যার ওপর তারা পাসপোর্ট প্রিন্ট করেছে এবং ২৫ হাজার পাসপোর্ট ইস্যু করার জন্য প্রস্তুত।
আফগানিস্তানের ইসলামিক আমিরাত এনআইডি প্রদান পুনরায় শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সংবাদ সম্মেলনে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
দেশটির পূর্ববর্তী সরকারের নীতি অনুসারে, যারা পাসপোর্টের জন্য আবেদন করেন তাদের ইলেকট্রনিক এনআইডি থাকতে হবে, তাই পাসপোর্টের জন্য আবেদন করার যোগ্যতা হল সর্বপ্রথমে দেশটির অনলাইন এনআইডি থাকতে হবে ।
বিএনএ নিউজ ২৪, এসজিএন