22 C
আবহাওয়া
২:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » সম্পদ বিক্রি করে বকেয়া বিদ্যুৎ বিল দেয়া হবে-আফগান কর্তৃপক্ষ

সম্পদ বিক্রি করে বকেয়া বিদ্যুৎ বিল দেয়া হবে-আফগান কর্তৃপক্ষ

আফগানিস্তানের খবর

আফগানিস্তানের বিদ্যুৎ উন্নয়ন ও সরবরাহ কর্তৃপক্ষ ( ডি আফগানিস্তান ব্রেসনাহ শেরকাট-ডিএবিএস) জানিয়েছে, যে সব রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তারা বছরের পর বছর বিদ্যুতের বিল পরিশোধ করেন নি, তাদের সম্পদ বিক্রি করে বকেয়া বিদ্যুৎ বিল দেয়া হবে। ইরান, তাজিকিস্তান ও উজবেকিস্তান প্রায় ৬২মিলিয়ন মার্কিন ডলার বকেয়া বিদ্যুত বিল পাওনা রয়েছে আফগানিস্তানের কাছে। খবর খামা প্রেস।

ডিএবিএস এর ভারপ্রাপ্ত প্রধান সাইফুল্লাহ আহমদজাই জানান, আফগানিস্তানে বিদ্যুত রপ্তানী অব্যাহত রাখতে তারা পরিকল্পনাটি বাস্তবায়িত করবেন। তিনি জানান, ওইসব দেশ কিছু সময়ের জন্য বিদ্যুত সরবরাহ অব্যাহত রাখার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।

আফগানিস্তানে মাত্র শতকরা ২০ ভাগ বিদ্যুত উৎপাদিত হয় এবং শতকরা ৮০% ইরান, তাজিকিস্তান ও উজবেকিস্তান থেকে আমদানী করে থাকে।

বিএনএ নিউজ ২৪ ডটকম, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ