17 C
আবহাওয়া
১০:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে শিপ ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

চট্টগ্রামে শিপ ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

DMC

মেডিকেল প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে দগ্ধ একজন মারা গেছেন। চিকিৎসা দিতে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাইছড়ির তেঁতুলতলা এলাকার দুর্ঘটনায় দগ্ধ হওয়ার পর চট্টগ্রাম থেকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে রাতে মারা যান মো. আহমাদুল্লাহ (৩৮)।

হাসাপাতাল সূত্র জানিয়েছে, দগ্ধ আটজনকে ঢাকায় আনা হয়। এরমধ্যে আহমাদুল্লাহ মারা যান পথে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বাকি সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন– জাহাঙ্গীর আলম (৪৮), আবুল কাশেম (৩৯), বরকতুল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৪৫), খাইরুল ইসলাম (২১),আল-আমিন (২৩) ও হাবিব (৩৫)।

এরআগে দুপুর সাড়ে ১২টার দিকে এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দগ্ধ আটজনকে বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে আনা হয়। এর মধ্যে ৯০ শতাংশ দগ্ধ আহমাদুল্লাহ আনার পথেই মারা গেছেন। চিকিৎসাধীনদের মধ্যে ২৫ থেকে সর্বোচ্চ ৮০ শতাংশ দগ্ধ আছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, তাদের দগ্ধের পরিমাণ বেশি থাকায় প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। তাই দগ্ধদের বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের মহাসচিব নাজমুল ইসলাম জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও আগুনে ১২ জন দগ্ধ হলে প্রথমে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক বলেন, আহমাদুল্লাহর মরদেহ বার্ন ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে। দগ্ধ অন্য সাতজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি দেওয়া হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

বিএনএনিউজ২৪/ আহা/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ