28 C
আবহাওয়া
২:৩৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » দুদকের তালিকায় তিন শতাধিক প্রভাবশালী

দুদকের তালিকায় তিন শতাধিক প্রভাবশালী

বিএসএমএমইউ'র প্রিজন সেল এখন কক্সবাজারের রিসোর্ট: দুদক

বিএনএ ডেস্ক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে অনেকটা নীরব ছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে সরকারের পালাবদলে রাতারাতি পাল্টে যায় সংস্থাটির কার্যক্রম। গত মাস থেকেই একের পর এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যারা গত ১৬ বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছেন, তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংবিধিবদ্ধ সংস্থাটি।

বর্তমানে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-এমপি, ব্যবসায়ী, আমলা ও পুলিশ কর্মকর্তাসহ তিন শতাধিক ব্যক্তিকে টার্গেট করে এগোচ্ছে দুদক। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু হয়েছে। এ তালিকায় সাবেক মন্ত্রী-এমপি, সাবেক সেনাপ্রধান ও সাবেক কয়েকজন পুলিশপ্রধানও রয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের তিন শতাধিক ব্যক্তির তালিকা ধরে অনুসন্ধান শুরু করেছে দুদক। এসব ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রমে কমিশনের শতাধিক কর্মকর্তাকে যুক্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে। সংস্থাটির গোয়েন্দা ইউনিটের তৎপরতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তিপর্যায় থেকে অভিযোগ নেয়া ও গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করে তাৎক্ষণিকভাবে কমিশন থেকে অনুসন্ধানের অনুমোদন দেয়া হচ্ছে।

ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে শুরু হওয়া অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে কমিশনের দুই ডজন কর্মকর্তাকে। কর্মকর্তারা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত এক সপ্তাহে ২০ জনকে তলব করলেও তারা কেউই দুদকে হাজির হননি।

এমনকি সময় চেয়েও আবেদন করেননি বলে জানা গেছে। অনেকের বিরুদ্ধে আদালতের মাধ্যমে দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। যারা দুদকের ডাকে সাড়া দেননি, তাদের গ্রেপ্তারে সংস্থাটির গোয়েন্দা ইউনিটের কর্মকর্তারা এসব ব্যক্তিদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন এবং গ্রেপ্তারে তৎপর রয়েছেন বলেও জানা যায়।

দুদকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় থাকা এসব ব্যক্তি হয় দেশ ছেড়েছেন, নয়তো আত্মগোপন করে আছেন। তবে তাদের শনাক্তে আমাদের গোয়েন্দা ইউনিটের কার্যক্রম চলমান রয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাবশালী এসব ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, ব্যাংক ও শেয়ারবাজার কেলেঙ্কারি, অর্থ পাচার, নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য, সরকারি-বেসরকারি জমি-সম্পত্তি দখল, লুটপাটসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৫ আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ প্রথম অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এরপর এ তালিকায় যুক্ত হয়েছেন সাবেক সরকারের অর্ধশতাধিক ক্ষমতাবান ব্যক্তি।

দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বড় অংশ এখন বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি ও অনিয়মসংক্রান্ত অভিযোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অনুসন্ধানসংশ্লিষ্ট দুদকের এক কর্মকর্তা বলেন, যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে- তাদের অনেকের সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), নিবন্ধন অধিদপ্তর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

এসব তথ্য পাওয়া গেলে তা যাচাই-বাছাই শেষে সম্পদ জব্দের জন্য আদালতে আবেদন করা হবে। অনুসন্ধান কর্মকর্তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া অনুসন্ধানের আওতায় থাকা প্রত্যেককে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিস পাঠানো হবে।

অনুসন্ধানের বিষয়ে সম্প্রতি দুদক সচিব খোরশেদা ইয়াসমীন সাংবাদিকদের বলেছেন, অভিযোগ আসা ব্যক্তিদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্যে প্রাথমিক সত্যতা থাকায় কমিশন তাদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী (জাভেদ), সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

আহমেদ ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। তালিকায় রয়েছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ, সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক, সাবেক শ্রমমন্ত্রী ইমরান আহমদ, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তালিকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছেন- নুরুন্নবী চৌধুরী শাওন, ধীরেন্দ্রনাথ শম্ভু, নিজাম উদ্দিন হাজারী, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ, ড. জান্নাত আরা তালুকদার হেনরী, অসীম কুমার উকিল, অপু উকিল, শাহে আলম তালুকদার, ডা. মনসুর আহমেদ, আবুল কালাম আজাদ, সোলায়মান হক জোয়ার্দ্দার, ইকবালুর রহিম, মো. সাইফুজ্জামান শেখর, তানভীর ইমাম, মো. আখতারুজ্জামান বাবু, শফিকুল ইসলাম শিমুল, নাঈমুর রহমান দুর্জয় ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মুনসুর। অন্যদিকে, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, এনএসআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) টি এম জোবায়ের, বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, এনবিআরের দ্বিতীয় সচিব আরজিনা খাতুন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ