32 C
আবহাওয়া
৭:০৭ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে স্কুল ছাত্রের আত্মহত্যা

রাজধানীতে স্কুল ছাত্রের আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, ঢাকা: রাজধানীর সবুজবাগের উত্তর বাসাবো এলাকার একটি বাসায় মোহাম্মদ মোরসালিন মোল্লা (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে পরিবার দাবি করেছেন।মোরসালিন শরীয়তপুরের সখিপুর উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা। রাজধানীর সবুজবাগের উত্তর বাসাবো এলাকার ৭১ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতো।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের বাবা টিটু মোল্লা জানান, মোরসালিন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। বুধবার রাতে কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে দেখতে পাই। তাৎক্ষণিকভাবে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ঠিকমত লেখাপড়া না করে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য তার মা তাকে বকাঝকা করে। সেই কারণে হয়তো গলায় ফাঁস দিয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি 

Loading


শিরোনাম বিএনএ