29 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » অন্তবর্তী তালেবান সরকারকে এখনই স্বীকৃতি নয়:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অন্তবর্তী তালেবান সরকারকে এখনই স্বীকৃতি নয়:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অন্তবর্তী তালেবান সরকারকে এখনই স্বীকৃতি নয়:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনএ ঢাকা: আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ এখনই স্বীকৃতি দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। দেশটিতে নারীর অধিকারসহ মৌলিক কিছু বিষয়ে তালেবানের নীতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাহরিয়ার আলম আরও বলেন, দেশটির উন্নয়নে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো বহুপাক্ষিক উদ্যোগ নেয়া হলে তাতে ঢাকার সমর্থন থাকবে। আফগানিস্তানে এখনও ১০ বাংলাদেশি আছে। তিনজন উন্নয়ন কর্মকর্তা দেশে আসতে রাজী হলেও বাকীরা কোন এক অজানা কারণে আপাতত ফিরছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশ নিজেদের অবস্থান এখনও নিরপেক্ষ রাখলেও তালেবান সরকারকে স্বাগত জানিয়েছে চীন। তবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ এই সরকার নিয়ে উদ্বেগ জানিয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্তানে অন্তর্বর্তী সরকারের ঘোষণা দিয়েছে তালেবান। দেশটির নতুন রাষ্ট্রপ্রধান হচ্ছেন সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তালেবানের শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ রেহবারি শুরা বা নীতি-নির্ধারণী পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।

সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন আফগান সরকারের উপনেতা হচ্ছেন সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন সিরাজউদ্দিন হাক্কানি। অর্থমন্ত্রী হবেন হেদায়েতুল্লাহ বদরী। আর মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে করা হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ