21 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » চার কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক: সতর্কবার্তা ডিএসইর

চার কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক: সতর্কবার্তা ডিএসইর

ডিএসই

বিএনএ, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্ট, দুলামিয়া কটন ও ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ারের দাম সম্প্রতি অস্বাভাবিকভাবে বেড়েছে। এ কারণে বিনিয়োগকারীদের সতর্ক করতে বুধবার (৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠান চারটির বিষয়ে সতর্কবার্তা প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ৭ সেপ্টেম্বর কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। জবাবে চারটি কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ডমিনেজ স্টিল বিল্ডিং

গত ১১ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৭ টাকা ৫০ পয়সা, যা অনেকটা টানা বেড়ে ৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৩৮ টাকা ১০ পয়সায়। অর্থাৎ চার মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২০ টাকা ৬০ পয়সা বা ১১৮ শতাংশ।

শেফার্ড ইন্ডাস্ট্রিজ

গত ২৯ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১০ টাকা ৮০ পয়সা, যা টানা বেড়ে ৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ২১ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ চার মাসের কম সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ টাকা ৮০ পয়সা বা ১০০ শতাংশ।

দুলামিয়া কটন

গত ২০ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৮ টাকা ২০ পয়সা, যা বেড়ে ৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৭৮ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ চার মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪০ টাকা ৩০ পয়সা বা ১০৫ শতাংশ।

ইস্টার্ন লুব্রিকেন্ট

গত ৪ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৯৭০ টাকা ৫০ পয়সা, যা টানা বেড়ে ৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ২ হাজার ১০০ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ চার মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে এক হাজার ১৩০ টাকা ৪০ পয়সা বা ১১৬ শতাংশ।

বিএনএ নিউজ২৪.কম/ শহীদুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ