25 C
আবহাওয়া
১:২৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » রংপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

রংপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

সড়ক দুর্ঘটনা

বিএনএ রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের খিয়ারপাড়া তেকানীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইউসুফ আলী (৩২), তার ভায়রা নাহিদ (২৭) ও শ্যালক রনি (২১)। তাদের মধ্যে রনি ও নাহিদ চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহতরা কুতুবপুর ইউনিয়নের রজবোল্লারহাট এলাকার বাসিন্দা।

এলাকাবাসীর বরাত দিয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খুব ভোরে একটি মোটরসাইকেলে করে ইউসুফ আলী, নাহিদ ও রনি নিজেদের বাড়ি থেকে পাশের পদাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। সে সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ইউসুফ আলী। নাহিদ ও রনিকে অচেতন অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তাদের মৃত্যু হয়। নিহত তিন ব্যক্তি একই পরিবারের সদস্য। স্বজনদের কারও কোনো আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি হাবিবুর রহমান।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ