17 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » আফগানিস্তানে বিক্ষোভ, তালেবানের গুলি

আফগানিস্তানে বিক্ষোভ, তালেবানের গুলি


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানে রাজধানী কাবুলের পরে  ইরান সীমান্তবর্তী শহর হেরাটে তালেবান বিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে।  বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে তালেবান। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় অন্তত দু’জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

কিছু বিক্ষোভকারী ‘পাকিস্তান মুর্দাবাদ’ বলে ধ্বনি দেয়।

এই বিক্ষোভকারীরা অভিযোগ করছে যে ইসলামাবাদের সরকার তালেবান যোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে সহযোগিতা করছে এবং পাকিস্তানের বিমানবাহিনী পাঞ্জশেরে তালেবান-বিরোধীদের ওপর বোমা ফেলেছে, যদিও পাকিস্তান এসব অভিযোগ অস্বীকার করে থাকে।

বিক্ষোভে আসা একজন আফগান তরুণী বলেন, “আমরা মৃত্যুর ভয় করি না, আমরা বাক-স্বাধীনতা ও গণতন্ত্র চাই।”

টোলো নামের একটি আফগান টিভি চ্যানেল বলছে, তাদের একজন ক্যামেরাম্যানকে আটক করা হয়েছে।

এর মধ্যেও ঘটনাস্থল থেকে যে ভিডিও পাওয়া গেছে তাতে দেখা যায় যে লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছে, এবং পেছনে প্রচণ্ড গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

এর একদিন আগে তালেবান-বিরোধী যোদ্ধাদের নেতা আহমদ মাসুদ জঙ্গিদের বিরুদ্ধে, তার ভাষায়, একটি “জাতীয় অভ্যুত্থানের” জন্য বেসামরিক মানুষের প্রতি আহ্বান জানান।

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ