30 C
আবহাওয়া
১:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে কমতে শুরু করেছে বেকারত্বের হার

যুক্তরাষ্ট্রে কমতে শুরু করেছে বেকারত্বের হার


বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্রে হোটেল, রেস্তোরাঁ ও অন্য সংস্থাগুলো কর্মী নিয়োগের বেকারত্ব কমানোর চেষ্টা করছে দেশটি। গত জুলাই মাসে এসব খাতে প্রায় পাঁচ লাখ মানুষকে নতুন চাকরিতে নিয়োগ দেয়া হয়েছে। এর ফলে বেকারত্বের হার ৩ দশমিক ৬ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৫ শতাংশে এসেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির শ্রম বিভাগ বেকারত্ব কমাতে সক্রিয় হয়ে ওঠেছে। এর আগে দেশটির অর্থনীতি সংকুচিত হওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ বলছে, ২০২০ সালে করোনা মহামারি আঘাত হানার পর ২ কোটি ২০ লাখ মানুষ চাকরি হারিয়েছে। এতে বেকারত্বের হার গত ৫০ বছরের সর্বনিম্ন স্তরে নামে।

ক্যাপিটাল ইকোনমিকসের সিনিয়র মার্কিন অর্থনীতিবিদ মাইকেল পিয়ার্স বলেন, জুলাই মাসে অপ্রত্যাশিতভাবে ফার্মগুলোতে বেতন বৃদ্ধি, একই সঙ্গে বেকারত্বের হার কমানোর ঘোষণা এবং মজুরির পরিমাণ বৃদ্ধি করে পুনর্নির্ধারণই প্রমাণ করে অর্থনীতি মন্দার দ্বারপ্রান্তে রয়েছে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ