বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পৌরসভা ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে। সোমবার (৮ জুলাই) খাগড়াছড়ি পৌরসভা হলে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।
২০২৪-২৫ অর্থ বছরে ১১৯ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৬১৫ টাকার বাজেট ঘোষণা করেন তিনি। রাজস্ব খাতে সরকারি অনুদান, সরকারি ও প্রকল্প অনুদান, প্রারম্ভিক স্থিতি থেকে বাজেটের আয় ধরা হয়েছে।
এছাড়া বেতন ও যানবাহন, টেলিফোন, দুর্যোগ ব্যবস্থাপনা, অনুদান, প্রকল্প ব্যয়, মূলধন বাবদসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি ৩২ লাখ ৫৯ হাজার ৬০০ টাকা। বাজেটে সমাপনী স্থিতি রাখা হয়েছে ১২ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৭ টাকা।
বিএনএনিউজ/আনোয়ার/এইচ.এম/এইচমুন্নী