25 C
আবহাওয়া
১:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ফুটবলার মিথিলার মৃত্যু

ফুটবলার মিথিলার মৃত্যু

অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬

স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় মিথিলা আক্তার দীর্ঘ দিন অসুস্থ থাকার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৩ বছর।

সোমবার (৮ জুলাই ২০২৪) এক বিবৃতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মিথিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

 

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্ট জটিলতায় ভুগছিলেন মিথিলা। রোববার রাতে সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

এ নারী ফুটবলারের মৃত্যুতে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিনসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ