16 C
আবহাওয়া
৫:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » পটিয়ায় বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

পটিয়ায় বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

পটিয়ায় বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় বাসের ধাক্কায় নূরুল আলম পিন্টু (৪৫) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর দেড়টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কুসুমপুরা বোর্ড অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূরুল আলম পিন্টু (৪৫) উপজেলার হরিণখাইন এলাকার হাফেজ ইখলাস মিয়ার ছেলে।

পটিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হিমাংশু বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বোর্ড অফিসের সামনে বাইক নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। একটা বাসকে কোনমতে কাটিয়ে গেলেও ওভারটেক করা আরেকটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ